বাংলাদেশেও বাড়ছে ক্যান্সারে মৃত্যুর হারও
প্রকাশিত : ১০:১৪ এএম, ৪ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ১০:১৪ এএম, ৪ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার
সারাবিশ্বের মতো বাংলাদেশেও বাড়ছে মরণব্যাধী ক্যান্সার আক্রান্ত রোগী, বাড়ছে মৃত্যুর হারও। ক্যান্সারের চিকিৎসার পুরোপুরি কার্যকর ওষুধ আবিষ্কৃত না হলেও প্রাথমিক অবস্থায় এই রোগ ধরা পড়লে নিরাময়ের সম্ভাবনা থাকে। এমন বাস্তবতায় পালিত হচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস। ক্যান্সার প্রতিরোধে সচেতনতা এবং কার্যকর নিয়ন্ত্রণ কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের আহবান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
ভয়াবহ ব্যাধি ক্যান্সার, দিন দিন এ রোগে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বিশ্বে প্রতিবছর ৮২ লাখ মানুষ ক্যান্সারে মারা যাচ্ছেন। আর বাংলাদেশে আক্রান্ত হচ্ছেন ১২ লাখেরও বেশি মানুষ। মারা যান ৯১ হাজার।
ব্যয়বহুল ক্যান্সারের চিকিৎসার জন্য ঢাকার ক্যান্সার ইন্সটিটিউটে ভীড় জমান বিপুল সংখ্যক রোগী। অপারেশনের জন্য গড়ে একমাস, কেমোথেরাপির জন্য ২ থেকে ৩ সপ্তাহ, বিকিরণ চিকিৎসার জন্য তাদের অপেক্ষা করতে হয় ৪ মাস পর্যন্ত। এই দীর্ঘসূত্রিতায় মারা যান অনেক রোগী। তাই রোগীর চাপ কমাতে বিভাগীয় শহরে ৮টি আঞ্চলিক ক্যান্সার কেন্দ্র গড়ে তোলার আহ্বান বিশেষজ্ঞদের।
সিংক- ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার, সহযোগী অধ্যাপক ও প্রধান, ক্যান্সার ইপিডেমিওলজি
এছারাও ক্যান্সার নিয়ন্ত্রণে কার্যকর পরিকল্পনার জন্য আক্রান্তে হার, মৃত্যুর হার, কারা কোন ক্যান্সারে আক্রান্ত হয়েছে, তার সঠিক পরিসংখ্যান প্রয়োজন বলেও মত এই বিশেষজ্ঞের।
সচেতনতা ও সমন্বিত উদ্যোগই ক্যান্সার নিরাময়ের হাতিয়ার হতে পারে বলেও মত বিশেষজ্ঞদের।