লাউয়াছড়া জাতীয় উদ্যান হতে পারে দেশের অনন্য পর্যটন কেন্দ্র
প্রকাশিত : ১০:১৪ এএম, ৪ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ১০:১৪ এএম, ৪ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার
লাউয়াছড়া জাতীয় উদ্যান দেশে চিরহরিৎ বনের আদর্শ নমুনা। বিলুপ্তপ্রায় উল্লুকের জন্য বিখ্যাত এ’ বন। উল্লুক ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির দুর্লভ জীবজন্তু, কীটপতঙ্গ আর উদ্ভিদ। জীববৈচিত্রে ভরপুর এই বন হতে পারে দেশের অনন্য পর্যটন কেন্দ্র। তবে, বনের ভেতর দিয়ে রাস্তা হওয়ায়, গাড়ীর তীব্র হর্নে বিঘিœত হচ্ছে পশু-পাখির প্রজনন শৃঙ্খল।
মৌলভীবাজার জেলার কমলগঞ্জে ১২৫০ হেক্টর জমি নিয়ে এই চিরহরিৎ বন। রেইন ফরেষ্টের মতো এখানেও প্রচুর বৃষ্টি হয়। সূর্যের আলো শরীরে মাখতে প্রতিযোগিতা করে এ বনের গাছপালা খুব উঁচু হয়ে থাকে। অনেক ওপরে ডালপালা ছড়িয়ে তৈরি হয় সবুজ চাদর। বন এখানে এতই ঘন যে মাটিতে সূর্যের আলো পড়েনা বললেই চলে।
এ’বন দুর্লভ উদ্ভিদ এবং প্রাণীর এক অনন্য সংগ্রহশালা। বিলুপ্তপ্রায় উল্লুকের পাশাপাশি এখানে রয়েছে মুখপোড়া হনুমান, বানর, মেছোবাঘ, বন্য কুকুর, ভালুক, মায়া হরিণসহ নানা প্রজাতির জীবজন্তু।
এমন ¯িœগ্ধ, নির্মল পরিবেশে বেড়াতে এসে মুগ্ধ পর্যটকরা।
অথচ এই উদ্যানের ভেতর দিয়ে কমলগঞ্জের দিকে যাওয়ার রাস্তা একমাত্র দু:খ এই বনের। প্রতিদিন গাড়ীর চাকায় পিষ্ট হয় বিভিন্ন প্রাণী, বিঘœ ঘটে প্রজনন শৃঙ্খলে।
সড়ক ও রেললাইন বনের বাইরে দিয়ে নেয়ার চিন্তাভাবনা চলছে বলে জানান এই কর্মকর্তা।