ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

৬০ হাজারের বেশি নাগরিকের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৯:৫০ এএম, ৪ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ০৯:৫০ এএম, ৪ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার

প্রবেশ নিষেধাজ্ঞা জারির পর এবার মুসলিম অধ্যুষিত সাত দেশের ৬০ হাজারের বেশি নাগরিকের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এ’তথ্য জানায়। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমনের জন্য আবেদন করা ইরাক, ইরান, সিরিয়া, লিবিয়া, সুদান, সোমালিয়া ও ইয়েমেনের নাগরিকদের ভিসা গ্রহণযোগ্য নয়। তবে, সরকারি আইনজীবীরা ভিসা বাতিলের সংখ্যা এক লাখেরও বেশি বলে দাবি করেছেন। এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশের ওপর সাময়িক স্থগিতাদেশ দিয়েছে সিয়াটলের ফেডারেল আদালত। এছাড়া, ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ আরোপের পর একই ধরণের পাল্টা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে তেহরান।