ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

গণতন্ত্রের স্বার্থে নির্বাচন কমিশন গঠনে নাম দেয়া হয়েছে বলে জানালেন মির্জা ফখরুল

প্রকাশিত : ০২:৩২ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ০২:৩২ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার

সার্চ কমিটি নিয়ে বিএনপি খুশি না হলেও গণতন্ত্রের স্বার্থে তা মেনে নিয়ে, নির্বাচন কমিশন গঠনে নাম দেয়া হয়েছে বলে জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে নিরপেক্ষ নির্বাচন কমিশন ও নির্বাচন সহায়ক সরকারের দাবীতে জাগপার সমাবেশে একথা বলেন তিনি। মির্জা ফখরুল আরো বলেন, সার্চ কমিটিতে এমন অনেকে আছেন যারা সরকারি সুযোগ সুবিধা পান। তাই তাদের পক্ষে নিরপেক্ষভাবে কাজ করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। বিএনপির মহাসচিব বলেন, শুধু শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করলেই হবে না, নির্বাচন সহায়ক সরকার গঠন না করলে তা জনগনের কাছে গ্রহনযোগ্য হবে না।