ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪,   কার্তিক ২৩ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৪২ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার | আপডেট: ০৩:৪৬ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আবু বক্কর সিদ্দিক ওরফে লকেট মেম্বার (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের প্রাতঃবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই ইউনিয়নের বেপারী পাড়ার মৃত চমক বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ঈদে শাহ আলম মেম্বরের দুই ভাইকে লকেট মেম্বরের লোকজন হামলা করে। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে সন্ধ্যায় সরাইল প্রাতঃবাজার এলাকায় শাহ আল মেম্বরের লোকজন ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে তাকে কুপিয়ে আহত করে। পরে তাকে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদৎ হোসেন টিটু জানান, ‘এ ঘটনায় নান্নু মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এআই/