ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

উন্নয়নমুখী খবরের প্রতি গুরুত্ব দিতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএফইউজের সভাপতি

প্রকাশিত : ০৫:৫৬ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ০৫:৫৬ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার

নেতিবাচক সংবাদের দিকে না ছুটে, উন্নয়নমুখী খবরের প্রতি গুরুত্ব দিতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজের সভাপতি এবং একুশে টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল। চট্টগ্রামের রাউজানে উরকিচর ইউনিয়ন পরিষদের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ’কথা বলেন। ইতিবাচক সংবাদ দেশ ও সমাজকে এগিয়ে নিতে পারে বলেও মন্তব্য করেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক ডক্টর বিকিরণ প্রসাদ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম, চট্টগ্রাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর রফিকুল ইসলাম।