চট্টগ্রামে ক্যান্সার দিবস পালন
প্রকাশিত : ০৫:৫৬ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ০৫:৫৬ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার
নানা আয়োজনে বন্দর নগরী চট্টগ্রামে পালিত হয়েছে ক্যান্সার দিবস।
শনিবার সকালে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থেকে র্যালিটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত হয় সমাবেশ। এর আগে র্যালি উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর। এ’সময় আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জালাল উদ্দিন, বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি ডাক্তার মুজিবুল হক খানসহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।