সাংবাদিক নিহতের ঘটনায় কেউ ছাড় পাবে না
প্রকাশিত : ০৬:০৩ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ০৬:০৩ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার
সিরাজগঞ্জে গুলিতে সাংবাদিক নিহতের ঘটনায় কেউ ছাড় পাবে না বলে জানালেন সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, হত্যাকান্ডে জড়িতরা যতো প্রভাবশালীই হোক আইনের আওতায় আনা হবে।
রাজধানীর মহাখালীতে আইপিএইচ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সিরাজগঞ্জে সাংবাদিক হত্যাকান্ডে জড়িতরা পার পাবেনা।
এদিকে জাতীয় যাদুঘরে চিটাগং শর্ট ফিল্ম ফেস্টিভাল উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। এ সময় তিনি বলেন, সাংবাদিক হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনা সরকারের দায়িত্ব।
জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিন করে সমাবেশ ও মানববন্ধন। এতে যোগ দিয়ে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির জানান আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।