ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

জসওয়ালের বিশ্বকাপ সেরার ট্রফি ভেঙে দুই টুকরো!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৪২ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জসওয়ালের হাতে তুলে দিচ্ছেন মাখায়া এনটিনি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জসওয়ালের হাতে তুলে দিচ্ছেন মাখায়া এনটিনি। ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শেষ হয়েছে এক সপ্তাহ পেরুইনি। এরই মধ্যে দুঃসংবাদ পেলেন ভারতের যুবা দলের ক্রিকেটার জশস্বী জসওয়াল। তার বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের ট্রফিটা ভেঙে দুই টুকরো হয়ে গেছে। 

বিশ্বকাপের ছয় ম্যাচে এক সেঞ্চুরি আর চার হাফ সেঞ্চুরি জসওয়ালের। ফাইনালে বাংলাদেশ দলের বিপক্ষে ৮৮ রানের এক ইনিংস। টুর্নামেন্টের সবচেয়ে বেশি রান, সবচেয়ে বেশি স্ট্রাইক রেট—সবই তার দখলে, এরপরও দলটি জিততে পারেনি স্বপ্নের বিশ্বকাপ। তবে জসওয়াল নিজে ঠিকই জিতে নিয়েছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কারটি।

স্বপ্নের সেই ট্রফিটি দেশে ফিরে আবিষ্কার করলেন দ্বিখণ্ডিত। কিভাবে ভেঙে গেছে, সেটা তিনি নিজেও জানেন না। অবশ্য ট্রফির ব্যাপারে একদমই মাথাব্যথা নেই জসওয়ালের। বরং ১৮ বছর বয়সী এই ক্রিকেটার বেশি চিন্তিত তার পারফরম্যান্স নিয়ে। 

আগামী ২৯ মার্চ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার অপেক্ষায় আছেন জসওয়াল। রাজস্থান রয়্যালস তাকে কিনে নিয়েছে ২.৪ কোটি রুপিতে। জসওয়াল যেহেতু ওপেনার, তাই আইপিএলেও ওপেনিং পজিশনে খেলাটা মোটামুটি নিশ্চিত। সেক্ষেত্রে রবিন উথাপ্পার সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে তাকে।

এএইচ/