ডায়াগনোস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমান আদালত
প্রকাশিত : ০৫:৫৫ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ০৫:৫৫ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার
মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে পরীক্ষাসহ বিভিন্ন অভিযোগে নগরীর ডায়াগনোস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমান আদালত।
নগরীর পাঁচলাইশ থানার কাতাগঞ্জে র্যাব-৭-এর সিনিয়র এএসপি’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ’সময় ডেল্টা হেলথ কেয়ার চট্টগ্রাম লিমিটেড, ডক্টরস হসপিটাল, সিএসটিসি ক্লিনিক এবং চেক আপ ডায়াগনোস্টিক সেন্টারকে ১৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে অংশ নেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান ও চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের প্রতিনিধিরা।