বান্দরবানে পাড়া প্রধানকে অপহরণ করেছে দুর্বৃত্তরা
প্রকাশিত : ০৫:৫৫ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ০৫:৫৫ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার
বান্দরবানে রোয়াংছড়ি উপজেলার বাঘমারা দৌছড়ি পাড়া প্রধানকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার মুখোশধারী ৪ সন্ত্রাসী দৌছড়ি পাড়া প্রধান মংশৈথুই মারমাকে অপহরণ করা হয় বলে জানায় স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা। এ’ঘটনায় সন্দেহভাজন হিসেবে থোয়াইচিংউ মারমা এবং নোয়াপতং ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের মেম্বার ক্যনুপ্র“ মারমা নামে জনসংহতি সমিতির দুই সদস্যকে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনী। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।