ফিরিঙ্গী বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
প্রকাশিত : ০৫:৫৪ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ০৫:৫৪ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার
ফিরিঙ্গী বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও ২০১৬ সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমদ বাবলু। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি অনুপ বিশ্বাস, জাতীয় পার্টির নেতা তপন চক্রবর্তী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামীলীগের সদস্য ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফারুক আহমেদ।