ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

পুলিশকে মারধর

মাশুকসহ ৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন ১৭ মে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫০ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২০ রবিবার | আপডেট: ১১:১০ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২০ রবিবার

পুলিশের ওপর হামলা, সরকারী কাজে বাধা দেয়া এবং আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টার অভিযোগে মাওলানা মাশুক রেজাসহ ৪ জনের বিরুদ্ধে চার্জগঠন আগামী ১৭ মে।

মহানগর হাকিম আশেক ইমামের আদালতে নতুন এ দিন ধার্য করেন। মামলার অপর আসামীরা হচ্ছেন মাসুম বিল্লাহ, মাসুদ  এবং আবুবকর।

রিয়েল ট্রাষ্ট হজ এজেন্সির দায়ের করা প্রতারণা এবং রাজধানীর ভাষানটেকে নারী নির্যাতন মামলায় আদালত মাওলানা মাশুক রেজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পরোয়ানা ভুক্ত আসামী মাশুককে আটক করতে গত বছরের অক্টোবরে তার বাসায় অভিযান চালায় ক্যান্টনমেন্ট থানা পুলিশ। এক পর্যায়ে আসামি মাশুকের নেতৃত্বে তার সহযোগীরা পুলিশের ওপর অতর্কিত হামালা চালায়। 

এতে ওয়ারেন্ট অফিসার তানজির আহমেদ, এসআই মেহেদী হাসানসহ ৫ পুলিশ সদস্য আহত হন। পরোয়ানা ভুক্ত আসামী মাশুককে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে তার সহযোগীরা। পরবর্তীতে পুলিশ মাশুক তার ভাই মাসুম বিল্লাহ এবং ভগ্নিপতি মাসুদকে গ্রেফতার করে। 

তবে পালিয়ে যায় ম্যানেজার আবুবকর। এ ঘটনায় এসআই মেহেদী হাসান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এসআই তানজির আহমেদ তদন্ত শেষে ৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দেন। মামলায় মোট ১৪ জনকে সাক্ষী করা হয়।

এসি