ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৬ ১৪৩২

নারায়ণগঞ্জে ৭ খুন মামলার সাাক্ষ্যগ্রহণ ১৪ই মার্চ নির্ধারণ

প্রকাশিত : ০২:১৯ পিএম, ১০ মার্চ ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০২:১৯ পিএম, ১০ মার্চ ২০১৬ বৃহস্পতিবার

নারায়ণগঞ্জে ৭ খুন মামলার সাাক্ষ্যগ্রহণ পিছিয়ে ১৪ই মার্চ নির্ধারণ করেছে আদালত। সকালে  জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালত এই আদেশ দেন। ৭ খুনের পৃথক দুটি মামলার মধ্যে সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৫ জন হত্যা মামলার বাদী সেলিনা ইসলাম বিউটির দায়ের করা মামলায় জেরার দিন ছিলো আজ। আসামী পক্ষের আবেদনের প্রেক্ষিতে জেরার কার্যক্রম স্থগিত রেখে পরবর্তি জেরার তারিখ ১৪ মার্চ নির্ধারণ করা হয়। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রধান আসামী  নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ জনকে আদালতে হাজির করা হয়।