ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১০ ১৪৩১

প্রমোদতরী থেকে সরিয়ে নেয়া হলো মার্কিন নাগরিকদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৩ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২০ সোমবার | আপডেট: ০৯:৩৯ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২০ সোমবার

জাপানের বন্দরে প্রমোদতরী ‘ডায়মন্ড প্রিন্সেস’। ছবি: সংগৃহীত

জাপানের বন্দরে প্রমোদতরী ‘ডায়মন্ড প্রিন্সেস’। ছবি: সংগৃহীত

ডায়মন্ড প্রিন্সেস প্রমোদতরীতে থাকা মার্কিন নাগরিকরা জাপান ছেড়েছেন। সংবাদ সংস্থা কয়োডো এক প্রতিবেদনে জানায়, সোমবার প্রথম প্রহরে টোকিওর হানেদা বিমানবন্দর থেকে দুটি বিমানে চরে মার্কিনরা দেশের উদ্দেশে রওনা হয়।

জানা যায়, ওই প্রমোদতরীতে প্রায় ৪০০ মার্কিন নাগরিক ছিলেন। এছাড়া জাহাজটিতে কানাডা, জাপান, হংকং, ভারত ও অস্ট্রেলিয়ার নাগরিকও রয়েছেন। 

করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্কে গত ৩ ফেব্রুয়ারি জাপানের ইয়োকোহামায় ক্রুজ শিপটি এসে পৌঁছানোর পর দু’সপ্তাহ ধরে এটিকে আলাদা করে রাখা হয়েছে। জাহাজটিতে ৩ হাজার ৭শরও বেশি যাত্রী রয়েছে। জাহাজটির অধিকাংশ যাত্রীই বয়স্ক।

সর্বশেষ গতকাল রবিবার (১৬ ফেব্রুয়ারি) জাপানের স্বাস্থ্যমন্ত্রী কাতসুনোবু কাতো জানিয়েছিলেন, এই প্রমোদতরীতে আরও ৭০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জাহাজটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৫৫ জনে দাঁড়িয়েছে।

এর আগে গত মাসে এ জাহাজের এক যাত্রীর শরীরে করোনা ভাইরাস সনাক্ত হওয়ার পর তাকে হংকংয়ে নামিয়ে দেয়া হয়। এর পর থেকেই প্রমোদতরীটি ছিল নজরে। শেষ পর্যন্ত জাপানের বন্দরে পৌঁছলে জাহাজটিকে কোয়ারেন্টাইনে রাখা হয়।

এএইচ/