ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

মুজিববর্ষে প্রতিজ্ঞা হোক, দুর্নীতির সঙ্গে জড়াবো না: মাশরাফি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪১ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২০ সোমবার

আমরা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবো। দুর্নীতিকে প্রশ্রয় দেব না। মুজিববর্ষে আমাদের প্রতিজ্ঞা হোক, দুর্নীতির সাথে আর জড়াবো না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও সাংসদ মাশরাফি বিন মর্তুজা।

সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত ‘মুজিববর্ষ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাশরাফি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আপনারা সে স্বপ্ন লালন করেন এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে সর্বাত্মক সহযোগিতা করবেন।

ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ‘আমরা বাংলাদেশ ছাত্রলীগের একটি টিম বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে ফ্রেন্ডশিপ (প্রীতি) ক্রিকেট টুর্নামেন্ট খেলতে চাই। টুর্নামেন্টটির আয়োজন করার জন্য মাশরাফি ভাইকে অনুরোধ করছি।’

অনুষ্ঠানে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।