ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

রাজকুঠিরে সৃজিত-মিথিলার বিবাহোত্তর সংবর্ধনা, জেনে নিন তারিখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৫৫ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার

গতবছর ৬ ডিসেম্বর ভালোবেসে বিয়ে করেছেন ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় ও বাংলাদেশের আলোচিত অভিনেত্রী মিথিলা। যদিও ঘরোয়াভাবে অনেকটা তাড়াহুড়ো করেই শুভ কাজটি সেরেছিলেন তারা। সে সময় বড় কোন অনুষ্ঠান করা হয়নি বা এ নিয়ে কোন পরিকল্পনার কথাও জানাননি তারা। এবার নিজেদের বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা চূড়ান্ত করেছেন দুই তারকা। ইতিমধ্যে ছাপানো হয়েছে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের কার্ডও।

আগামী ২৯ ফেব্রুয়ারি কলকাতার রাজকুঠিরে সৃজিত-মিথিলার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

সৃজিত তাদের কার্ডটিতে লিখেছেন, ‘পৃথিবীর সব উৎসবের ইতিহাসই বন্ধুবান্ধবদের খাওয়ানোর ইতিহাস। তাই নতুন আলুর খোসা আর ভালোবাসা দিয়ে ভাত-ডাল মাখার আগে চাই একটা জমজমাট হুল্লোড় আর ভূরিভোজ। ইংলিশ মিডিয়ামে যাকে বলে, ‘রিসেপশন’।’

লেখার শুরুটা করেছেন এভাবে, ‘আমাকে আমার মতো থাকতে দাও’ বলার দিন এবার শেষ। নৌকার পালে চোখ রেখে দিন কাটানোর আশায় বিয়েটা করেই নিলাম। তাই আপাতত মিথিলা আর সৃজিত এক রাস্তায় ট্রামলাইন, এক কবিতায় কাপলেট।’

সবশেষে লিখেছেন, ‘আমাদের খুনসুটি আর ঝগড়াঝাঁটির জীবন আড্ডা দিয়ে জমজমাটি করে তুলতে আসবেন কিন্তু। নমস্কারান্তে- মুখার্জি কমিশন।’

উল্লেখ্য, গতবছর ৬ ডিসেম্বর দক্ষিণ কলকাতার একটি ফ্ল্যাটে সৃজিত-মিথিলার বিয়ের অনুষ্ঠান হয়। তবে সেই অনুষ্ঠান ছিল সাদামাঠা। কোনও আড়ম্বর ছিল না। ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমেই বিয়েটা সারেন সৃজিত ও মিথিলা। তাদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কবি শ্রীজাত সহ সৃজিত মুখোপাধ্যায়ের আরও কিছু ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব। ছিলেন সৃজিত ও মিথিলার পরিবারের সদস্যরাও।
এসএ/