ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১০ ১৪৩১

তুরাগ তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ০৩:২০ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার

গাজীপুরের টঙ্গীতে তৃতীয় ধাপে প্রথম দিনের মতো তুরাগ নদীর দূষণ ও দখলমুক্ত করতে আবারও অভিযানে নেমেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। 

এর অংশ হিসেবে মঙ্গলবার সকাল থেকে গাজীপুরের টঙ্গীতে রেলওয়ে ব্রিজ এলাকায় বহুতল ভবন গুড়িয়ে দেয়া হয়। পাশাপাশি টঙ্গী রেল ব্রিজের নীচে জমে থাকা আবর্জনা অপসারণ করে নদীর পানির প্রবাহ গতিশীল করা হচ্ছে।

মঙ্গলবার সকাল ১০টা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। আগামি বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এ অভিযান চলবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।

অভিযানে নেতৃত্ব দিচ্ছেন বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক কে এম আরিফ উদ্দিন। এসময় অভিযানে নৌ পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও স্থানীয় প্রশাসন সহযোগিতা করছে।

এআই/