ঢাকা, শুক্রবার   ১০ মে ২০২৪,   বৈশাখ ২৭ ১৪৩১

হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার পরিকল্পনাকারী রাজীবের রিমান্ড

প্রকাশিত : ০৬:২০ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার | আপডেট: ০৭:২২ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার

গুলশানের হলি আর্টিজান রোস্তোরায় জঙ্হি হামলার অন্যতম পরিকল্পনাকারী রাজীব গান্ধীকে বগুড়ার দুই মামলায় ১৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গত ১৩ জুন গ্রেপ্তার হওয়া এই শীর্ষ জঙ্গি এরইমধ্যে গুলশান হামলার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গত বছরের পহেলা জুলাই গুলশানে হলি আর্টিজান রেস্তোঁরায় জঙ্গি হামলার অন্যতম পরিকল্পনাকারী জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী। সোমবার বগুড়ার জেষ্ঠ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হয় তাকে। গত বছরের ৩ এপ্রিল বগুড়ার শেরপুর ও ১৩ জুন শিবগঞ্জে সংঘটিত দুটি জঙ্গি হামলার মামলায় রাজীবকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিন করে রিমান্ডের আবেদন করে গোয়েন্দা পুলিশ। আদালত শেরপুরের মামলায় ৮ দিন ও শিবগঞ্জের মামলায় ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট টাঙ্গাইলের এলেঙ্গা থেকে ১৩ জানুয়ারি রাজীব গান্ধীকে গ্রেপ্তার করে। এরপর ১৪ জানুয়ারি ৮ দিনের রিমান্ডে নেয়া হয় তাকে। ২৪ জানুয়ারি হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার অন্যতম পরিকল্পনাকারী রাজীব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। হলি আর্টিজানে হামলা ও শোলাকিয়ার ঈদের জামায়াতে হামলা চেস্টার পাশাপাশি উত্তরবঙ্গের ২২টি ঘটনায় জড়িত থাকার কথা সে স্বীকার করেছে।