ঢাকা, রবিবার   ১২ মে ২০২৪,   বৈশাখ ২৮ ১৪৩১

কক্সবাজারে শুরু হয়েছে ইয়ং টাইগার্স অনুর্ধ-১৪ ক্রিকেট টুর্ণামেন্ট

প্রকাশিত : ০৬:৪৭ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার | আপডেট: ০৬:৪৭ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার

কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে ইয়ং টাইগার্স অনুর্ধ-১৪ ক্রিকেট টুর্ণামেন্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এই টুর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. আলী হোসেন। এ সময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু, সহ-সভাপতি জসিম উদ্দিন, বিসিবি-র নির্বাহী কর্মকর্তা কামরুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারের আসরে এ ও বি গ্র“পে ৮টি বিভাগীয় দলসহ ঢাকা মেট্রো ও বিকেএসপি দল অংশ নিচ্ছে।