ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

আবারও মালয়েশিয়া যাওয়ার চেষ্টা: ১৭ রোহিঙ্গা উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০০ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২০ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে কক্সবাজারের টেকনাফে শাপলাপুর বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে ১৭ জন রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করেছে পুলিশ । তারা সবাই উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ) সন্ধ্যা ৬ টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকা থেকে পুলিশ তাদের উদ্ধার করেন।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলী জানিয়েছেন, ‘একটি মানব পাচার চক্র বাংলাদেশে বসবাসকারী কিছু রোহিঙ্গা নাগরিককে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য বাহারছড়া শাপলাপুর এলাকায় জমায়েত করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে ১৭ জন নারী পুরুষ রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৪ জন মহিলা।

প্রসঙ্গত, গত মঙ্গলবার ১৩৮ যাত্রী বহন করে সাগর পথে মালয়েশিয়া যাত্রাকালে পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে ২১ জন নিহত ও ৭৩ জন জীবিত উদ্ধার করা হয়।

কেআই/এসি