ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

আজ আসছেন ফুটবল কোচ জেমি ডে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫২ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার

ফুটবল কোচ জেমি ডে। ছবি: সংগৃহীত

ফুটবল কোচ জেমি ডে। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ব্রিটিশ কোচ জেমি ডে আসছেন আজ। প্রিমিয়ার ফুটবল লিগ (বিপিএল) শুরুর আগেই ফিরে এসে খেলা দেখার কথা ছিল তার। কিন্তু ভাইরাস জ্বরে আক্রান্ত হওয়ায় এবং ভিসার মেয়াদ শেষ হওয়ায় নতুন ভিসা নেয়ার কারণে ঢাকায় ফিরতে বিলম্ব হয়েছে তার। আজ বিকেলে ঢাকায় পৌঁছানোর কথা তার।

বঙ্গবন্ধু গোল্ডকাপের পরই ছুটি নিয়ে লন্ডন গিয়েছিলেন জাতীয় ফুটবল দলের কোচ। আজ এসে প্রিমিয়ার ফুটবল লিগের দুই রাউন্ড শেষ হওয়ার পর খেলা দেখা শুরু করবেন কোচ। আগামী ২৬ মার্চ সিলেটে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ারা। ওই ম্যাচের জন্য জেমি ডে জাতীয় দলের ক্যাম্প শুরু করবেন ১৫ মার্চ। 

তার আগে বিপিএল ম্যাচ দেখে ফুটবলারদের পারফরমেন্স পরখ করবেন কোচ। এ প্রসঙ্গে জেমি ডে বলেন, ‘আমি ঢাকায় ফিরে প্রিমিয়ার লিগের ম্যাচ দেখব। যদি ব্যতিক্রম কেউ আমার চোখে পড়ে তাকে ডাকব। জাতীয় দলের কয়েকজন খেলার সুযোগ পাচ্ছেন না অথবা কেউ কেউ চোটগ্রস্ত। তাই সব ধরনের সুযোগ রাখা দরকার।’

এছাড়া আফগানিস্তানের বিপক্ষে হোম ম্যাচটি সিলেটে অনুষ্ঠিত হবে বলে কোচ সেখানেই কয়েকদিন ক্যাম্প করতে চান।

এএইচ/