ঢাকা, রবিবার   ১২ মে ২০২৪,   বৈশাখ ২৮ ১৪৩১

রাজধানীর খাল দখলমুক্ত করতে অভিযান শুরু

প্রকাশিত : ০৭:২৪ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার | আপডেট: ০৭:২৪ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার

রাজধানীর খাল দখলমুক্ত করতে শুরু হল অভিযান। যৌথ অভিযানের প্রথম দিনে নন্দীপাড়া ব্রিজ থেকে ত্রিমোহনী গুদারাঘাট পর্যন্ত জিরানী খাল অবৈধ দখল মুক্ত করা হয়। এ'সময় দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকন বলেন, সবগুলো খাল দখলমুক্ত না করা পর্যন্ত অভিযান চলবে। আর দখল মুক্ত হলে খালের পরিচর্যার কাজ শুরু করবে ঢাকা ওয়াসা। নন্দীপাড়া ব্রিজ থেকে ত্রিমোহনী গুদারাঘাট। জিরাণী খালের উপর গড়ে ওঠা হাজারো অবৈধ স্থাপনা গুড়িয়ে দিতে শুরু হয় অভিযান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন. জেলা প্রশাসন, ওয়াসা এবং পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়ে যৌথ অভিযানে ভেঙ্গে দেয়া হয় খালের উপর নির্মিত জেলা পরিষদের মার্কেটসহ সব স্থাপনা। ১০ মিনিটের নোটিসেই দোকান মালিকারা তাদের মালপত্র সরিয়ে নেয়। পুর্ব ঘোষণা থাকলেও অনেকেই অভিযোগ করেন কোন ধরনের নোটিস ছাড়াই তাদের দোকান ভেঙ্গে দেয়া হচ্ছে। খাল উদ্ধার করে দুই পাড়ে বাগান এবং হাটার জন্য পথ নির্মাণের দাবি করেছে স্থানীয়রা। উচ্ছেদ অভিযানে নেমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র সাঈদ খোকন বলেন, যত ক্ষতাধরই হোক না কেন অবৈধ স্থাপনা রাখা হবে না। আর ঢাকা ওয়াসা বলছে জলাবদ্ধতা নিরসের জন্য পর্যায়ক্রমে সব খাল দখল মুক্ত করা হবে।