ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

বিতর্কিত বসতি সম্প্রসারণ বিল অনুমোদন দিয়েছে ইসরাইল

প্রকাশিত : ১০:৪০ এএম, ৭ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ১০:৪০ এএম, ৭ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার

বিতর্কিত বসতি সম্প্রসারণ বিল অনুমোদন দিয়েছে ইসরাইল। এর মাধ্যমে ফিলিস্তিনের ভূমি দখলের বৈধতা আরোপ করা হল। সোমবার পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে বিলটি পাশ হয়। এ আইন কার্যকর হলে পশ্চিমতীরে তার অতিরিক্ত বসতি স্থাপন বৈধতা পাবে। এর আগে, পশ্চিম তীরে অবৈধভাবে নির্মাণ করা বসতি ভেঙে দেয়ার নির্দেশ দেয় আদালত। এ নির্দেশের পর পার্লামেন্টের সদস্যরা বিলটি পার্লামেন্টে তোলার জন্য তীব্র চাপ সৃষ্টি করে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওপর। অন্যদিকে হোয়াইট হাউজ এই বসতি নির্মাণ ইসরাইলের জন্য শান্তিপূর্ণ হবে না বলে মন্তব্য করেছে।