ঢাকা, শুক্রবার   ১০ মে ২০২৪,   বৈশাখ ২৭ ১৪৩১

ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল রাখতে ফের আপীল

প্রকাশিত : ১০:৪১ এএম, ৭ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ১০:৪১ এএম, ৭ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার

ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল রাখতে ফের আপীল করেছে দেশটির জাস্টিস ডিপার্টমেন্ট। সানফ্রানসিসকোর নবম সার্কিট আপিল আদালতে এই আবেদন দায়ের করা হয়। মঙ্গলবার এর শুনানি হবার কথা রয়েছে। ১৫ পাতার আপিল আবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা মুসলিমদের বিরুদ্ধে নয়। জাতীয় নিরাপত্তার স্বার্থে কয়েকটি দেশের বিরুদ্ধে। সেই দেশের সব নাগরিকের জন্যই তা বহাল করা হয়েছিল। আদেশে কোন ধর্মী পক্ষপাত নেই বল্ধেসঢ়;ও দাবি করা হয় আপিল আবেদনে। গেলো ২৭ জানুয়ারি এক নির্বাহী আদেশে ট্রাম্প সিরিয়া, ইরানসহ সাত মুসলিম প্রধান দেশের নাগরিকদের ৯০ দিনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেন। এরপর সিয়াটলের ফেডারেল বিচারক জেমস রবার্ট ট্রাম্পের এ আদেশে সাময়িক স্থগিতাদেশ দেন।  নিষেধাজ্ঞা কার্যকর করতে আপিল করা হলে আদালত তাও খারিজ করে দেয়।