ঢাকা, শুক্রবার   ১০ মে ২০২৪,   বৈশাখ ২৭ ১৪৩১

‘রাষ্ট্র ভাষা বাংলা চাই’ স্লোগানে মুখরিত ছিল ঝিনাইদহ

প্রকাশিত : ১০:৪৪ এএম, ৭ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ১০:৪৪ এএম, ৭ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার

শুধু রাজধানী নয়, ৫২’র ভাষা আন্দোলন ছড়িয়ে পড়েছিল পুরো বাংলায়। ‘রাষ্ট্র ভাষা বাংলা চাই’ স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল ঝিনাইদহ। মিছিল, সমাবেশ, আর আন্দোলনে উত্তাল ছিল পুরো নগরী। ভাষা আন্দোলনে অংশ নেয়া অনেকেই আর বেঁচে নেই। যারা বেঁচে আছেন তারাও আজ বয়সের ভারে ন্যুজ। জীবনের শেষ সময়ে এস্ওে ভাসা সৈনিক হিসেবে এখনও মেলেনি রাষ্ট্রীয় স্বীকৃতি। ভাষা আন্দোলনের আগুন ঝরা সেইসব দিনের কথা স্মরণ করে এখনো আবগ আপ্লুত হন ভাষা সৈনিক নন্দ দুলাল। উত্তাল সেইসব দিন এখনও শিহরিত করে তাকে। ঝিনাইদহে ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় ৫২’ তে........। নন্দদুলালের মতোই অংশ নেন জাহিদ হোসেন, আমির হোসেন মালিতা, নুরুল ইসলাম হায়দার, আনোয়ার জাহিদসহ অনেকেই। এরই মধ্যে মারা গেছেন ঐ পরিষদের তৎকালীন সভাপতি গোলজার হোসেন ও সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ। একে একে কেটে গেছে ৬টি দশক। বয়েসের ভারে নুয়ে পড়েছেন অনেকে। কিন্তু জীবন সায়ানে এসেও মেলেনি ভাষা সৈনিকের রাষ্ট্রীয় স্বীকৃতি। ৫২’র স্মৃতি বিজড়িত এই বাড়িতেই বেশিরভাগ সময় বৈঠক করতেন ভাষা সৈনিকরা। বাড়ির মালিক ডা. কে আহম্মদ ও মনোয়ারা খাতুন সবসময় পথ দেখাতেন তরুণদের। ভাষা আন্দোলনের স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেবে প্রশাসন-এমনটাই প্রত্যাশা সবার।