ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

ভারতীয় স্পিনে বিপর্যস্ত অস্ট্রেলিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৪৯ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার

ভারতের পুনম যাদব একাই চারটি উইকেট তুলে নেন

ভারতের পুনম যাদব একাই চারটি উইকেট তুলে নেন

ভারত-অস্ট্রেলিয়ার লড়াই দিয়ে আজ পর্দা উঠেছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। সিডনিতে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ বাংলাদেশ সময় দুপুর ২টায় মাঠে নেমেছে ভারতের মেয়েরা। 

যে ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে ভারত দল। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও ক্রমান্বয়ে ভারতীয় স্পিন বিষে নীল হতে থাকে অজিদের ইনিংস। ৮৬ রানেই ছয় উইকেট হারিয়ে রীতিমত ধুঁকছে স্বাগতিকরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভারে দলটির সংগ্রহ ৭ উইকেটে ১০১ রান। ভারতের পুনম যাদব একাই চারটি উইকেট তুলে নেন। 

এদিকে, এবারের আসরটি টুর্নামেন্টের সপ্তম আসর। গত ছয় আসরে চারবারই শিরোপা জয় করেছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বাকি দুটি শিরোপা ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দল ঘরে তুলেছে।

সে হিসেবে আসরের ফেবারিটের বিপক্ষেই প্রথম ম্যাচে দেখা হলো ভারতীয় নারী ক্রিকেটারদের।

স্বাগতিকদের শিরোপার অন্যতম দাবিদার বলে মানা হলেও এবার যে কোনও দল চমক দেখাতে পারে বলে মত দিচ্ছেন বিশ্লেষকরা।

বিশেষকরে, সম্প্রতি বাংলাদেশের বাঘিনীদের পারফর্মেন্স তেমনটাই জানান দিচ্ছে। প্রস্তুতি ম্যাচে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বেশ চাঙা রয়েছেন সালমা খাতুনরা।

শেষ ওভারে পাকিস্তানের মেয়েদের ১০ রান না করতে দেয়া বাঘিনী বোলার জাহানারা আলমের পারফর্মেন্সে স্বপ্ন দেখছে লাল-সবুজের সমর্থকরা।

এনএস/