ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

৬৫ বছরেও সর্বস্তরে চালু হয়নি বাংলা

প্রকাশিত : ১১:০৫ এএম, ৭ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ১১:০৫ এএম, ৭ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার

প্রাণের বিনিময়ে রাষ্ট্রভাষার মর্যাদা পাওয়ার ৬৫ বছরেও সর্বস্তরে চালু হয়নি বাংলা। বায়ান্নোর ভাষা সংগ্রামীরা মনে করেন, মাতৃভাষাকে যথাযথ গুরুত্ব না দেয়া বায়ান্নোর সেই সংগ্রামের চেতনাবিরোধী। উচ্চ আদালতসহ নানা ক্ষেত্রে বাংলাকে অবহেলা করে ইংরেজির ব্যবহারকে তারা সংবিধান লংঘন হিসেবেই দেখছেন। বায়ানের ভাষা আন্দোলনের পর থেকেই দাবি উঠে সর্বস্তরে বাংলা চালু করার। মায়ের ভাষার মর্যাদা রক্ষার আন্দোলন ১৯৯৯ সালে জাতিসংঘের স্বীকৃতি পাওয়ায় ২১ ফ্রেব্র“য়ারী সারাবিশ্বে পালন হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। অথচ মাতৃভাষার মর্যাদা রক্ষার সংগ্রামের তীর্থক্ষেত্র বাংলাদেশেই, সর্বস্তরের বাংলা চালু হয়নি। এটা মানতে পারেন না রফিক, শফিক, জব্বার, বরকতসহ নাম না জানা শহীদদের সংগ্রামী সহযোদ্ধারা। পাকিস্তানী শাসকচক্র আন্দোলনের কাছে নতি স্বীকার করে দ্রুত সময়ে রাজবন্দিদের মুক্তি, ৫৬ সালের সংবিধানে বাংলাকেও রাষ্ট্রভাষা করতে বাধ্য হয়েছিল। পরে সামরিক শাসনে সংবিধান স্থগিত হলেও একাত্তোরের মুক্তিযুদ্ধে বিজয়ের পর স্বাধীন-সৌর্বভৌম বাংলাদেশে বাংলা আবারও পায় সাংবিধানিক স্বীকৃতি। তবে সর্বস্তরে বাংলার প্রচলন না হওয়াকে সংবিধানেরই অবমাননা মনে করেন ভাষা সংগ্রামীরা। ইংরেজি-বাংলা মিশিয়ে এবং ইংরেজির ঢঙ্গে কথা বলার সাম্প্রতিক প্রবণতা বাংলা ভাষাকেই ক্ষতিগ্রস্ত করবে, উল্লেখ করে উদ্বেগ জানিয়েছেন ভাষা সৈনিকরা।