ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

চট্টগ্রামে বাসার পার্কিংয়ে রাখা মাইক্রোবাসে অগ্নিকাণ্ড

প্রকাশিত : ০৬:১৭ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৬:১৭ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার

চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লকের একটি বাসার পার্কিংয়ে রাখা মাইক্রোবাসে অগ্নিকাণ্ড ঘটেছে। এসময় ওই মাইক্রোবাস ও পার্কিংয়ে থাকা তিনটি মোটরসাইকেল পুড়ে যায়। চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিস জানায়, ভোরে চাঁন্দগাও আবাসিক এলাকার একটি চারতলা ভবনের পার্কিংয়ে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে জানা গেছে।