আলাদা লবণ বোর্ড গঠন করা হবে কক্সবাজারে
প্রকাশিত : ০৬:১৮ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৬:১৮ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার
কক্সবাজারে আলাদা লবণ বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমদ।
কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত মাঠে বিকালে আয়োজিত এক লবণ চাষী সমাবেশে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বিএনপি সরকারের সময় কক্সবাজার থেকে মিয়ানমারের সার পাচার হত, আর ওই বোটে লবণ আসতো। বর্তমানে তা বন্ধ। বর্তমান সরকার দেশের নিজস্ব শিল্প বাঁচিয়ে রাখতে বাস্তবমুখি উদ্যোগ গ্রহণ করছে বলে জানান মন্ত্রী।