ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

চট্টগ্রামে স্টেশন মাস্টারকে হত্যার অভিযোগে আটক ১

প্রকাশিত : ০৬:১৭ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৬:১৭ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার

চট্টগ্রামের নাজিরহাটে স্থানীয় স্টেশন মাস্টারকে হত্যার অভিযোগে ফোরকান নামে এক হত্যাকারী কে গ্রেফতার করেছে পিবিআই। মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পিবিআই জানায়, পাওনা টাকা ফেরত চাওয়ায় ফোরকানের নেতৃত্বে নাজিরহাটের স্টেশন মাস্টার রমানন্দ পালিতকে ২০১৫ সালের ১০ ফেব্র“য়ারি হত্যা করা হয়। হত্যার পর তার মৃতদেহ মাটি চাপা দিয়ে পালিয়ে যায় দুর্বত্তরা। এ ঘটনায় মামলা হলে পিবিআইকে তদন্তের দায়িত্ব দেয়া হয়। দীর্ঘ তদন্তের পর পিবিআই হত্যাকান্ডের মূল আসামি ফোরকানকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞসাবাদে ফোরকান হত্যাকান্ডের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।