ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

রাম ঠাকুরের অবির্ভাব তিথি উপলক্ষ্যে ধর্মীয় সমাবেশ ও শীত বন্ত্র বিতরণ

প্রকাশিত : ০৬:১৭ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৬:১৭ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার

চট্টগ্রামের ফটিকছড়ি রোসাঙ্গিরী ইউনিয়নে জয়রাম সংঘের উদ্যোগে রাম ঠাকুরের অবির্ভাব তিথি উপলক্ষ্যে ধর্মীয় সমাবেশ ও শীত বন্ত্র বিতরণ করা হয়। সামবেশে বক্তব্য রাখেন মাদার তেরেজা ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান সুকুমার চৌধুরী, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ইউপি চেয়ারম্যান শোয়েব আল সালেহীন, তাপস দাস, রাজু চৌধুরী । বক্তারা বলেন, প্রত্যেক ধর্মের বাণী হলো সমাজে শান্তি প্রতিষ্ঠা করা। সবাই স্ব-স্ব ধর্ম পালন করলে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। পরে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।