পুরনো লেখকদের বইয়ের পাশাপাশি নবীনদের বই পড়ারও আহ্বান
প্রকাশিত : ০৭:৪৩ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৭:৪৩ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার
পুরনো লেখকদের বইয়ের পাশাপাশি নবীনদের বই পড়ারও আহ্বান জানিয়েছেন তরুন লেখকরা। তবে পাঠকরা বলছেন শুধু লেখক নয়, বইয়ের মানের দিকেই নজর তাদের। আর নতুন লেখকদের বইয়ের প্রতি পাঠকের আগ্রহ বাড়লে ভবিষ্যতে আরো বেশি বেশি বই প্রকাশের আশ্বাস দিয়েছেন প্রকাশকরা।
বাংলা ভাষার ইতিহাস ও ঐতিহ্যের সাথে মিশে আছে অমর একুশে গ্রন্থমেলা।
বাঙালির প্রাণের এই মেলায় নিজের লেখা একটি বই বেরুবে এমন স্বপ্ন সব লেখকের। তবে প্রকাশকরা জনপ্রিয় লেখকদের বই প্রকাশের প্রতি বেশি আগ্রহ দেখানোর কারণে সে সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তরুনরা। এর মধ্যেও যাদের বই প্রকাশ হয়েছে তারা প্রচন্ড আশাবাদী।
নতুন লেখকদের বইয়ের প্রতি পাঠকদের আগ্রহ একটু কম হলেও তাদের বইকে ছোট করছেন না পাঠকরা। তবে বইয়ের মানের দিকটাকেই বিচার করছেন তারা।
কেবল জনপ্রিয় লেখকদের বই প্রকাশের দিকে বেশি বেশি আগ্রহ এমন অভিযোগ অস্বীকার করে প্রকাশকরা বলছেন, নতুন লেখার প্রতি পাঠকের আগ্রহ বাড়ানো উচিৎ।
এবারের বইমেলায় এরইমধ্যে গল্প, উপন্যাস, কবিতার বইসহ নতুন লেখকদের বেশ কিছু বইয়ের মোড়ক উম্মোচন করা হয়েছে।