ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

বিএনপিকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৭:৫১ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৭:৫১ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার

নতুন নির্বাচন কমিশন মেনে নিয়ে, ২০১৯ সালের নির্বাচনে বিএনপিকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহম্মদ নাসিম। নোয়াখালীর বেগমগঞ্জে আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ৫শ’ শয্যার নুরুল হক আধুনিক হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানের পর সুধী সমাবেশে তিনি বলেন, সকল দলের মতামতের ভিত্তিতে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন হয়েছে। এ কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।