ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

২৫ ফেব্রুয়ারি : ইতিহাসের এই দিনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৭ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার

আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ২৫ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।

ইতিহাসের পাতায় ২৫ ফেব্রুয়ারির ঘটনাবলি :
১৮৩৬- কোল্ট রিভলবারের প্যাটেন্ট লাভ করেন স্যামুয়েল কোল্ট।
১৯১৬- প্রথম বিশ্বযুদ্ধে জার্মানরা ফ্রান্সের ফর দুয়ামোঁ নামক দুর্গ দখল করে নেয়।
১৯৩২- অ্যাডলফ হিটলার জার্মান নাগরিকত্ব লাভ করেন।
১৯৪৫- দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে লড়াই ঘোষণা করে তুরস্ক।
১৯৫৪- জামাল আবদেল নাসের মিশরের প্রধানমন্ত্রী হন।
২০০৯- ঢাকার পিলখানায় বিডিআর সদরদপ্ততরে বিদ্রোহ সংঘটিত হয়। বিডিআর জওয়ানদের বিদ্রোহে সেদিন ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান।

আজ যাদের জন্মতারিখ :
১৬৪৩- উসমানীয় সুলতান দ্বিতীয় আহমেদ।
১৯২৪- ব্রিটিশ বংশোদ্ভূত মার্কিন জীববিজ্ঞানী হিউ হাক্সলি।
১৬৪৪- ব্রিটিশ আবিষ্কারক টমাস নিউকমেন। 
১৯৪৩- বিংশ শতাব্দীর জনপ্রিয় গায়ক এবং গিটারবাদক জর্জ হ্যারিসন।
১৯৫৫- হলিউড অভিনেত্রী লিয়ান হানলেই।
১৯৭৪- ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী দিব্যা ভারতী।
১৯৮১- দক্ষিণ কোরিয়ার ফুটবল খেলোয়াড় পার্ক জি-সুং।
১৯৮১- বলিউড অভিনেতা শহীদ কাপুর।
১৯৮৬- হ্যারি পটার চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত অভিনেতা অলিভার ফেলপস।
১৯৮৭- হলিউড অভিনেত্রী নাটালি ড্রাইফাস।

আজ যাদের মৃত্যু হয় :
১৪৯৫- উসমানীয় রাজনীতিবিদ সুলতান জেম।
১৮৮৯- জার্মা‌ন-ব্রিটিশ সাংবাদিক পল রয়টার।
১৯৬৬- মার্কিন ব্যবসায়ী জেমস ডি. নরিস।
১৯৭৫- মার্কিন ধর্মীয় নেতা এলাইজা মুহাম্মদ।
২০১২- মার্কিন অভিনেত্রী মার্থা‌ স্টুয়ার্ট‌।
২০১৫- মার্কিন জীববিজ্ঞানী ইউজেন ক্লার্ক।
এসএ/