ফাইনালে উঠলো বার্সেলোনা
প্রকাশিত : ১০:৪০ এএম, ৮ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ১০:৪০ এএম, ৮ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার
কোপা দেল রে ফুটবলের দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে ১-১ গোলে ড্র করে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জয় নিয়ে টানা চতুর্থবারের মতো ফাইনালে উঠলো বার্সেলোনা।
বার্সার মাঠ ন্যু ক্যাম্পে ফিরতি পর্বের ম্যাচে প্রথম থেকেই সমান তালে লড়তে থাকে বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রথমার্ধের ৪৩ মিনিটে লুইস সুয়ারেজ গোল করলে ১-০তে এগিয়ে যায় কাতালানরা। পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে খেলতে থাকে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৮৩ মিনিটে দলকে সমতায় ফেরান কেভিন গামেরো। শেষ পর্যন্ত আার গোল না হওয়ায় ১-১ এ ড্র নিয়ে মাঠ ছাড়ে দু’দল। এদিন হলুদ কার্ডের জন্য খেলতে পারেননি নেইমার। আজ লাল কার্ড পাওয়ায় ফাইনালে খেলতে পারবেন না লুইস সুয়ারেজ।