ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

অবৈধ বসতি স্থাপনের লক্ষে আইন পাশ করেছে ইসরাইলী পার্লামেন্ট

প্রকাশিত : ১০:৪০ এএম, ৮ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ১০:৪০ এএম, ৮ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার

ফিলিস্তিনী জনগণের ব্যক্তিগত জমি দখল করে, অবৈধ বসতি স্থাপনের লক্ষে আইন পাশ করেছে ইসরাইলী পার্লামেন্ট- নেসেট। এরফলে দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা অনিশ্চিত হয়ে পড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। পরিকল্পনা অনুযায়ি ফিলিস্তিনের পশ্চিমতীরে আরো চার হাজার বসতি স্থাপন করবে ইসরাইল। এক্ষেত্রে ফিলিস্তিনীদের বাড়িঘর ধ্বংস করাকে যুদ্ধাপরাধের শামিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একে আন্তর্জাতিক আইনের লংঘন বলেও জানিয়েছেন তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বসতি স্থাপনকে শান্তি প্রক্রিয়ার জন্য ‘সহায়ক নয়’ বলে মন্তব্য করেছেন।