ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

রামুর জোয়ারিয়ানালা এলাকা থেকে একজনের মৃতদেহ উদ্ধার

প্রকাশিত : ০৬:২৪ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ০৬:২৪ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার

রামুর জোয়ারিয়ানালা এলাকা থেকে একজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, সেচ পাম্পের পাশে টংঘরে নজু মিয়ার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর তারা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। স্বজনরা জানায়, নজু মিয়া স্থানীয় এক কৃষকের সেচপাম্প ও পাম্পের সরঞ্জামাদি পাহাড়া দেয়ার কাজ করতো। পূর্ব শত্র“তার জেরে তাকে হত্যা করা হয়েছে বলেও ধারনা তাদের। রামু থানার ওসি জানান, হত্যাকান্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।