সদ্য নিয়োগ হওয়া প্রধান নির্বাচন কমিশনারকে বিতর্কিত বলছে বিএনপি
প্রকাশিত : ০৯:৩১ এএম, ৯ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৯:৩১ এএম, ৯ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার
সদ্য নিয়োগ হওয়া প্রধান নির্বাচন কমিশনারকে বিতর্কিত বলছে বিএনপি। শপথের আগেই প্রধান নির্বাচন কমিশনারের বিষয়টি পুনর্বিবেচনারও আহ্বান জানিয়েছে দলটির নেতারা। রাজধানীতে আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে এ আহ্বান জানান তারা।
জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন করে বাংলাদেশ ইয়ুথ ফোরাম।
মানববন্ধনে অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, নতুন নির্বাচন কমিশনের কাছ থেকে খুব বেশি নিরপেক্ষতা আশা করে না বিএনপি।
ফটো জার্নালিষ্ট মিলনায়তনে মওলানা ভাসানীর কর্মময় জীবনের উপর আলোকচিত্র প্রদর্শনী ও কাগমারী সম্মেলনের প্রস্তুতির আলোচনায় অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। প্রধান নির্বাচন কমিশনারকে অন্তত বিতর্কের উর্ধ্বে রাখা উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।
আলোচনায় অন্য বক্তারা বলেন, গণতন্ত্রের স্বার্থে নিরপেক্ষ কমিশন গঠন করে নির্বাচনকে গ্রহনযোগ্য করা উচিত।