ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

শরীর সুস্থ রাখতে কোন সময়ে কতো পানি খাবেন?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৬ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২০ বুধবার

পানির অপর নাম জীবন। তাই শরীর সুস্থ রাখতে সময়ে মতো পানি খাওয়া শুধু দরকার-ই নয়, আবশ্যকও বটে।  ব্যস্ততার কারণে আমরা সঠিক সময়ে সঠিক পরিমাণে পানি খেয়ে উঠতে পারি না। কিন্তু এর ফলে নিজেরাই নিজেদের শরীরের ক্ষতি করে ফেলি। চিকিৎসকরা জানাচ্ছেন, শরীর সুস্থ ও স্বাভাবিক রাখতে হলে সঠিক সময়ে সঠিক পরিমাণে পানি খেতে হবে।

প্রাপ্তবয়স্ক ও কর্মক্ষম নারী-পুরুষের প্রতিদিন দুই থেকে তিন লিটার পানি পান করা প্রয়োজন। পর্যাপ্ত পানি পানে কিডনি, যকৃৎ, হৃৎপিণ্ড ও মস্তিষ্ক ভালো থাকে। শরীরে রক্ত চলাচল স্বাভাবিক থাকে। পানি শরীরের ভেতরের কোষগুলোকে সবল ও স্বাভাবিক রাখতে সহায়তা করে। পানি পানের ঘাটতি দেখা দিলে এই কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়।

দিনের কোন সময়ে কতটা পরিমাণে পানি খাবেন, তা জেনে নিন-

* ঘুম থেকে ওঠার পর খালি পেটে ২-৩ গ্লাস পানি খান। এতে শরীরের অঙ্গ-প্রতঙ্গগুলো সক্রিয় হয়ে উঠবে।

* দুপুরে বা রাতে খাওয়ার অন্তত আধাঘন্টা আগে পানি খেয়ে নেবেন। এতে হজমশক্তি বাড়বে।

* রাতে ঘুমাতে যাওয়ার আগে হালকা গরম পানি খেয়ে নিন। এর ফলে ঘুম ও হজম দুটোই ভাল হবে।

* যদি আপনার হাই প্রেসারের সমস্যা থাকে, তাহলে গোসল করতে যাওয়ার আগে এক গ্লাস পানি খেয়ে নিন। এর ফলে প্রেসার স্বাভাবিক থাকবে।

* এছাড়া সারাদিন যখন যেমন পিপাসা পাবে, তখনই পানি খেয়ে নেবেন। তাতে দেরি করবেন।

এএইচ/