ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

জুভেন্টাস জয় পেয়েছে ২-০ ব্যবধানে

প্রকাশিত : ১০:৩০ এএম, ৯ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ১০:৩০ এএম, ৯ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার

ইতালিয়ান ফুটবল লিগ সিরি আ’তে জয় পেয়েছে এসি মিলান ও জুভেন্টাস। বোলেনিয়াকে ১-০ গোলে এসি মিলান ও ক্রোতোনের বিপক্ষে জুভেন্টাস জয় পেয়েছে ২-০ ব্যবধানে। শীর্ষে উঠার লড়াইয়ে বোলোনিয়া ও এসি মিলানের ম্যাচে প্রথম থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে। প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দলই। দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায় মিলান। ৮৯ মিনিটে জয়ের একমাত্র গোলটি করেন মিডফিল্ডার মারিও পাসালিক। অন্যম্যাচে ক্রোতোনেকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রাখলো শিরোপা প্রত্যাশি জুভেন্টাস। ৬০ মিনিটে ফরোয়ার্ড মারিও ম্যানজুয়িক ও ৭৪ মিনিটে হিগুয়িন গোল করলে জয় নিশ্চিত হয় জুভেন্টাসের।