ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

বিচার বিভাগে মুজিববর্ষের বছরব্যাপী কর্মসূচি

একুশে

প্রকাশিত : ০৯:১৮ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ বা মুজিববর্ষ পালনে ব্যাপক কর্মসূচি নিয়েছে আইন মন্ত্রণালয়, সুপ্রিমকোর্ট ও সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড কমিটি।

মন্ত্রণালয়ের আওতাধীন সব আদালতে জাতীয় শোক দিবস পালন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড থেকে শুরু করে অবৈধ দায়মুক্তি অধ্যাদেশ, মামলার বিচার কার্যক্রম নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হবে।

তথ্যনির্ভর আন্তর্জাতিক মানসম্পন্ন প্রামাণ্যচিত্র নির্মাণ করা হবে বঙ্গবন্ধু হত্যা মামলার ওপর। এ ছাড়াও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে একটি বই প্রকাশ করছে মন্ত্রণালয়।

সুপ্রিমকোর্টের পক্ষ থেকে স্মরণিকা প্রকাশসহ নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। আর ৫ বছরের বেশি সময় কারাগারে থাকা অসচ্ছল হাজতিদের জন্য প্রয়োজনীয় আইনি সেবা প্রদান করবে সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড কমিটি। এসব কর্মসূচি বাস্তবায়নে অতিরিক্ত অর্থও চেয়েছে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে মন্ত্রণালয়। এ লক্ষ্যে মন্ত্রণালয় ছাড়াও সুপ্রিমকোর্ট, লিগ্যাল এইড এবং দেশের সব আদালতসহ সব সংস্থা নানা কর্মসূচি পালন করবে। বঙ্গবন্ধুর আদর্শ তুলে ধরা হবে এসব কর্মসূচির মাধ্যমে। কর্মসূচিগুলো থাকবে বছরব্যাপী।