ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৭ ১৪৩১

৭ বছর পেরিয়ে গেলেও নির্মিত হয়নি নাটোর এনএস সরকারী কলেজ চত্বরের শহীদ মিনারটি

প্রকাশিত : ১০:৫৮ এএম, ৯ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ১০:৫৮ এএম, ৯ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার

দীর্ঘ ৭ বছর পেরিয়ে গেলেও আজো নির্মিত হয়নি নাটোর এনএস সরকারী কলেজ চত্বরের শহীদ মিনারটি। শহীদ মিনার না থাকায়, মাতৃভাষা দিবসে শিক্ষার্থীরা কাপড় দিয়ে স্মৃতিসম্ভ বানিয়ে শ্রদ্ধা জানান দেশের সূর্য সন্তানদের। ২০১০ সালে নাটোরে নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজের একাডেমী ভবন নির্মাণের সময় ভাঙ্গা পড়ে পুরনো শহীদ মিনার। ওই সময় পুনঃনির্মাণের ঘোষণা দেন কলেজ কর্তৃপক্ষ। কিন্তু আজো তা নির্মিত হয়নি। শিক্ষার্থীরা জানায় শহীদ মিনার না থাকায় কাপড় দিয়ে শহীদ মিনার বানিয়ে শ্রদ্ধা জানান তারা। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে চলতি মাসেই শহীদ মিনারের নির্মাণ কাজ শুরু করা হবে বলে জানান অধ্যক্ষ। ভাষার মাসে দ্রুত শহীদ মিনারটি নির্মাণের দাবী শিক্ষার্থীদের।