ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

আশুলিয়ায় ব্যবসায়ীর বাড়ির সদস্যদের হাত পা বেধে স্বর্ণালংকার, টাকা ও মালামাল লুট

প্রকাশিত : ১১:১২ এএম, ৯ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ১১:১২ এএম, ৯ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার

সাভারের আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়ির সদস্যদের হাত পা বেধে স্বর্ণালংকার, টাকা ও মালামাল লুট করেছে ডাকাত দল। ভোর রাতে টঙ্গাবাড়ি এলাকার ব্যবসায়ী আব্দুল আল বাসারের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানায়, ফ্ল্যাটের দরজা ভেঙ্গে ১০-১২ জন ডাকাত প্রবেশ করে। তারা আব্দুল আল বাসার ও তার স্ত্রী রুবিকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেধে পেলে। পরে টাকা ও মালামাল নিয়ে চলে যায়। সকালে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে।