ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

আম আদমি পার্টির মুসলিম নেতা বহিষ্কার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২১ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দিল্লিতে সংঘর্ষ চলার সময় হত্যা করা হয় ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা অঙ্কিত শর্মাকে। আর এই হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আম আদমি পার্টির মুসলিম নেতা তাহির হোসেনকে বহিষ্কার করা হয়েছে। 

বৃহস্পতিবার আম আদমি পার্টির পক্ষ থেকে এমনটি জানানো হয়। এদিন তাহির হোসেনের বিরুদ্ধে গোয়েন্দা কর্মকর্তা অঙ্কিত শর্মাকে হত্যা ও অগ্নিসংযোগের মামলাও দায়ের করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, তাহির হোসেনের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত তিনি সাময়িকভাবে বহিষ্কৃত থাকবেন। গত মঙ্গলবার দিল্লির জাফরাবাদে একটি নর্দমা থেকে গোয়েন্দা কর্মকর্তা অঙ্কিত শর্মার মরদেহ উদ্ধার করা হয়। বাড়ি ফেরার সময় তার ওপর হামলা চালানোর অভিযোগ উঠে উত্তেজিত জনতার বিরুদ্ধে।

এ ঘটনায় অঙ্কিত শর্মার বাবা রবীন্দ্র শর্মা অভিযোগ করেন, তাহির হোসেনের উস্কানিতেই তার ছেলেকে হত্যা করা হয়েছে করেছে।

প্রসঙ্গত, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে গত সোমবার শুরু হয় সংঘাত । এই ঘটনায় দিল্লিতে মারা গেছেন কমপক্ষে ৩৯ জন, আহত হয়েছেন দু'শতাধিক মানুষ। এছাড়া গ্রেফতার হয়েছেন প্রায় ৪শ জন।