ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

খালেদা জিয়ার মামলার অসমাপ্ত বক্তব্য দেয়ার জন্য ১৬ ফেব্র“য়ারি দিন ধার্য

প্রকাশিত : ০৩:১৭ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৩:১৭ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে অসমাপ্ত বক্তব্য দেয়ার জন্য ১৬ ফেব্র“য়ারি দিন ধার্য করেছেন আদালত। খালেদা জিয়া অসুস্থ উল্লেখ করে আইনজীবীরা সময় আবেদন করলে বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালত তা মঞ্জুর করেন। এদিকে, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিচারিক আদালতের বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে হাইকোর্টে আবেদন করেছেন খালেদা জিয়া। আদালত আগামী ১৩ ফেব্র“য়ারি শুনানির দিন ধার্য করেছে বলে জানান আইনজীবীরা। দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল জানান, আগামী ১৬ ফেব্র“য়ারি খালেদা জিয়াসহ অন্য আসামীদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।