ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫,   আষাঢ় ২১ ১৪৩২

দিল্লিতে হামলা : আজ হেফাজতের বিক্ষোভ সমাবেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৩ এএম, ২৯ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

দিল্লিতে মুসলমানদের ওপর হামলা ও মুজিববর্ষ উপলক্ষে নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ শনিবার বিকাল ৩টায় হাটহাজারী মাদরাসার সামনে অবস্থিত ডাক বাংলো চত্বরে হেফাজতে ইসলাম হাটহাজারী পৌরসভার ব্যবস্থাপনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম উত্তরজেলার প্রচার সম্পাদক মাওলানা শফিউল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়। 

বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমীর আল্লামা শাহ আহমদ শফী। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।

ঈমানি চেতনায় উজ্জীবিত হয়ে এতে দলমত নির্বিশেষে যোগদান করার আহ্বান জানিয়েছেন হেফাজত আমীর আল্লামা শাহ আহমদ শফী।
এসএ/