ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

বেকার হোস্টেলে শেখ রেহানা-পুতুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৫ এএম, ২৯ ফেব্রুয়ারি ২০২০ শনিবার | আপডেট: ০৯:২১ এএম, ১ মার্চ ২০২০ রবিবার

বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত কলকাতার বেকার হোস্টেল পরিদর্শন করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ রেহানা ও নাতনি সায়মা ওয়াজেদ পুতুল। 

স্থানীয় সময় গতকাল শুক্রবার তারা ব্যক্তিগত সফরে কলকাতায় যান। 

উল্লেখ্য, ১৯৪২ থেকে ১৯৪৭ পর্যন্ত তৎকালীন ইসলামী ইসলামিয়া কলেজে (বর্তমানে মৌলানা আজাদ কলেজ) অধ্যায়নকালে এই হোস্টেলেরই ২৪ নম্বর কক্ষে থাকতে বঙ্গবন্ধু। সেই কক্ষেই তার প্রতিকৃতি বসানো হয়েছিল। তবে সেটি দেখতে ভাল না হওয়ায় বদলানোর উদ্যোগ নিয়েছিলেন শেখ রেহানা। 

নতুন প্রতিকৃতি স্থাপনের সময় তিনি উপস্থিত থাকতে পারেননি। তাই এদিন হঠাৎ করেই ঝটিকে সফরে এসে চলে যান বেকার হোস্টেলে। দেখে আসেন নতুন প্রতিকৃতি। 

এসময় তিনি ও পুতুল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং কিছুক্ষণ সময় কাটান। পরে রাতেই তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।এআই/