ফেরাস্তা নিয়োগ দেয়া হলেও বিএনপি তার মধ্যে আওয়ামী লীগের গন্ধ পাবে বলে
প্রকাশিত : ০৭:২৫ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৭:২৫ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার
নির্বাচন কমিশনে ফেরাস্তা নিয়োগ দেয়া হলেও বিএনপি তার মধ্যে আওয়ামী লীগের গন্ধ পাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ডক্টর হাছান মাহমুদ।
বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। হাছান মাহমুদ আরো বলেন, গেল নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি আত্মহত্যা করেছে, আগামী নির্বাচনে অংশ না নিলে ফাঁসিতে ঝুলবে। এছাড়া নতুন নির্বাচন কমিশনের সকলেই স্ব-স্ব ক্ষেত্রে সফল হওয়াই সুষ্ঠু ভাবে নির্বাচন কার্যক্রম পরিচালনা করবেন বলেও মন্তব্য করেন তিনি।