খাগড়াছড়িতে গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনায় ইউপিডিএফকে দায়ী করে বিচার দাবি
প্রকাশিত : ০৬:১৩ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৬:১৩ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার
খাগড়াছড়ির দীঘিনালায় গুলিবর্ষণ ও নানিয়াচরে মালাবাহী গাড়ীতে অগ্নিসংযোগের ঘটনায় ইউপিডিএফকে দায়ী করে বিচার দাবি করেছে পার্বত্য বাঙালি ছাত্রপরিষদ।
খাগড়াছড়ি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়। সংবাদ সম্মেলনে সন্ত্রসী কর্মকান্ডের জন্য ইউপিডিএফ ও জেএসসের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সহ ৮দফা দাবী জানানো হয়। এছাড়া
এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রে আদিবাসী শব্দের ব্যবহারের তীব্র নিন্দা জানিয়েছে সংগঠনটি। সম্মেলনে এসময় দাবী আদায়ের লক্ষ্যে ১৩ ফেব্রুয়ারী মানববন্ধন কর্মসূচী পালনের ঘোষণা দেয়া হয়। গেল ৪ঠা ফেব্র“য়ারি দীঘিনালার ৯ মাইল এলাকায় প্রাণ আর এফ এল গ্র“পের গাড়ীতে গুলিবর্ষণ এবং ২৩ জানুয়ারি নানিয়াচরে ব্যাবসায়ীদের মামলবাহী গাড়িতে আগুন দেয়া হয়। তবে এই ঘটনার দায় শুরু থেকেই অস্বীকার করেছে ইউপিডিএফ।